Emblem

Airmen Training Institute


বর্ণনা

মনোগ্রামের উপরের অংশে ‘শাপলা ফুল’ আমাদের জাতীয় প্রতীক কে প্রতিনিধিত্ব করছে। মনোগ্রামের বাম এবং ডান দিকে অবস্থিত মোট ‘চারটি তারকা’ চারিত্রিক শ্রেষ্ঠতা, জ্ঞানের গভীরতা, সামরিক দক্ষতা ও দেশপ্রেমের উজ্জ্বলতাকে প্রতীকায়িত করে। মধ্য অংশের ‘বিমান’ বাংলাদেশ বিমান বাহিনীর উড্ডয়ন সংক্রান্ত কার্যক্রমের প্রতীক এবং বজ্রচিহ্ন প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক। মনোগ্রামে অন্তর্ভুক্ত ‘বই’ জ্ঞানের প্রতীক। সর্বনিম্নে রয়েছে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর মূলমন্ত্র ‘জ্ঞান শৃঙ্খলা দেশপ্রেম’।

Description

The ‘Shapla Flower’ at the top of the monogram represents our national symbol. The total ‘Four Stars’ on the left and right sides of the monogram symbolize character superiority, depth of knowledge, military prowess and the brilliance of patriotism. The central 'Aircraft' is a symbol of the Bangladesh Air Force's aviation activities and the lightning symbol is a symbol of technological progress. The ‘Book’ included in the monogram is a symbol of knowledge. At the bottom is the motto of the Airmen Training Institute 'Discipline & Patriotism through Knowledge'.