News Archive

Airmen Training Institute

ট্রেড ট্রেনিং অ্যাডভান্স (টিটিএ-১৪) প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

News বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেড ট্রেনিং অ্যাডভান্স (টিটিএ-১৪) প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ গত ১৫ মার্চ ২০২৩ তারিখ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুল সাইদ, বিইউপি, এনডিসি, পিএসসি, সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন। শ্রীলঙ্কা বিমান বাহিনীর ০৪ জন, বাংলাদেশ নৌবাহিনীর ২০ জন এবং বর্ডার গার্ড বাংলাদেশ-এর ১০ জন প্রশিক্ষণার্থীসহ মোট ৭৩৪ জন প্রশিক্ষণার্থী কোর্সটি সফলভাবে সম্পন্ন করেন। কোর্সে প্রথম স্থান অধিকার করেন এসি-১ মোঃ ফয়সাল, এটিসিএ। অনুষ্ঠানে কমান্ড্যান্ট বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানসেনাগণ উপস্থিত ছিলেন।

৩০তম জেসিওস’ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

News বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী-এর ৩০তম জেসিওস’ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অদ্য ২৪ নভেম্বর ২০২২ তারিখ বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এয়ার ভাইস মার্শাল মুঃ কামরুল ইসলাম, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর জেসিওদের অপেক্ষাকৃত উচ্চস্তরের দায়িত্বভার অধিকতর সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে নেতৃত্ব ও ব্যবস্থাপনায় দক্ষ করে গড়ে তোলার জন্য এই কোর্সটি পরিচালিত হয়েছে। বিভিন্ন ট্রেডের ৪৭ জন প্রশিক্ষণার্থী উক্ত কোর্সে অংশগ্রহণ করেন। কোর্সে প্রথম স্থান অধিকার করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার সুজন আহমেদ, শিক্ষা প্রশিক্ষক। অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কমান্ড্যান্টসহ অন্যান্য কর্মকর্তাগণ এবং ঘাঁটি জহুরুল হক এর আমন্ত্রিত কর্মকর্তাগণসহ কোর্সের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

১৫ নং বেসিক ইনসট্রাকটরস' কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

News বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী-এর ১৫ নং বেসিক ইনসট্রাকটরস' কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অদ্য ১৭ নভেম্বর ২০২২ তারিখ বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এয়ার কমডোর মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি, কমান্ড্যান্ট, বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রশিক্ষকদের শিক্ষাদানের দক্ষতা উন্নয়নের জন্য এই কোর্সটি পরিচালিত হয়েছে। উক্ত কোর্সে শ্রীলংকা বিমান বাহিনীর ০২ জন এবং বাংলাদেশ নৌবাহিনীর ০২ জন প্রশিক্ষণার্থীসহ সর্বমোট ২১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কোর্সে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন সার্জেন্ট মোঃ আব্দুল হান্নান, এয়ারফ্রেম ফিটার, বাংলাদেশ বিমান বাহিনী এবং ফ্লাইট সার্জেন্ট ইন্দিকা এসকেএন, এয়ারফ্রেম ফিটার, শ্রীলংকা বিমান বাহিনী। অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী-এর কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর আমন্ত্রিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রেড ট্রেনিং বেসিক-১৫ প্রশিক্ষণার্থীদের শপথ গ্রহণ কুচকাওয়াজ

News বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী-এর ট্রেড ট্রেনিং বেসিক (টিটিবি-১৫) প্রশিক্ষণার্থীদের শপথ গ্রহণ কুচকাওয়াজ অদ্য ১৩ অক্টোবর ২০২২ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। এয়ার ভাইস মার্শাল মুঃ কামরুল ইসলাম, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের শপথ গ্রহণ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। এয়ার কমডোর মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি, কমান্ড্যান্ট, বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিমান বাহিনী প্রশিক্ষণার্থীদের শপথ বাক্য পাঠ করান। কোর্সটি গত ২৩ জানুয়ারি ২০২২ থেকে শুরু হয়ে ১৩ অক্টোবর ২০২২ তারিখ সম্পন্ন হয়। বাংলাদেশ বিমান বাহিনীর ৫১৭ জন, বাংলাদেশ নৌ বাহিনীর ০৮ জন এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর ০৭ জন প্রশিক্ষণার্থীসহ মোট ৫৩২ জন প্রশিক্ষণার্থী কোর্সটিতে অংশ গ্রহন করে। এর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ৪৭৩ জন প্রশিক্ষণার্থী শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ কুচকাওয়াজ অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিমান বাহিনী এর কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর আমন্ত্রিত কর্মকর্তা ও বিমানসেনাগণ উপস্থিত ছিলেন।

আন্তঃ বিভাগীয় চূড়ান্ত ভলিবল প্রতিযোগিতা-২০২২ঃ ট্রেড ট্রেনিং এ্যাডভান্স

News বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর ট্রেড ট্রেনিং এ্যাডভান্স প্রশিক্ষণার্থীদের আন্তঃ বিভাগীয় চূড়ান্ত ভলিবল প্রতিযোগিতা-২০২২ অদ্য ২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক ভলিবল মাঠে অনুষ্ঠিত হয়। উইং কমান্ডার মীর আহসান তারিক, বিভাগীয় প্রধান, 'বিমান প্রকৌশল প্রশিক্ষণ বিভাগ' প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার আপ উভয় বিভাগকে ট্রফি প্রদান করেন। উল্লেখ্য যে, বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর প্রশিক্ষণার্থীদের পাঠ্য বহির্ভূত কার্যক্রমের অংশ হিসেবে আন্তঃ বিভাগীয় ভলিবল প্রতিযোগিতা আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় 'সাধারণ প্রশাসনিক প্রশিক্ষণ বিভাগ' বনাম 'অস্ত্র, গোলাবারুদ এবং সাধারণ প্রকৌশল প্রশিক্ষণ বিভাগ' অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় 'সাধারণ প্রশাসনিক প্রশিক্ষণ বিভাগ' বিজয়ী হয় এবং এসি নাইম, আর্মামেন্ট ফিটার সেরা খেলোয়ার নির্বাচিত হয়। অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর অন্যান্য কর্মকর্তাগণ, জেসিও, অন্যান্য পদবীর বিমানসেনা এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানঃ আন্তঃ বিভাগীয় আন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ (ট্রেড ট্রেনিং বেসিক)

News বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর ট্রেড ট্রেনিং বেসিক প্রশিক্ষণার্থীদের আন্তঃ বিভাগীয় আন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান-এ অনুষ্ঠিত হয়। এয়ার কমডোর মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি, কমান্ড্যান্ট, বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রশিক্ষণার্থীদের পাঠ্য বহির্ভূত কার্যক্রমের অংশ হিসেবে আন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রশিক্ষণার্থীরা টেবিল টেনিস, ক্যারম ও দাবা খেলায় অংশগ্রহণ করে। ৫টি বিভাগে মোট ৫টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবোর্চ্চ ২ টি পুরস্কার পেয়ে তথ্য প্রযুক্তি, যোগাযোগ এবং তড়িৎ প্রকৌশল প্রশিক্ষণ বিভাগ বিজয়ী হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কর্মকর্তাগণ, জেসিও, অন্যান্য পদবীর বিমানসেনা এবং ট্রেড ট্রেনিং বেসিক প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩০ জুলাই ২২ হতে ১০ আগস্ট ২২ ট্রেড ট্রেনিং বেসিক প্রশিক্ষণার্থীদের আন্তঃ বিভাগীয় আন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়।

আন্তঃ বিভাগীয় চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা-২০২২ঃ ট্রেড ট্রেনিং এ্যাডভান্স

News বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর ট্রেড ট্রেনিং এ্যাডভান্স প্রশিক্ষণার্থীদের আন্তঃ বিভাগীয় চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা-২০২২ অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উইং কমান্ডার মোহাম্মদ মাহবুবুর রহমান, বহর প্রধান ও প্রধান প্রশিক্ষক, তড়িৎ প্রকৌশল প্রশিক্ষণ বহর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার আপ উভয় বিভাগকে ট্রফি প্রদান করেন। বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর প্রশিক্ষণার্থীদের পাঠ্য বহির্ভূত কার্যক্রমের অংশ হিসেবে আন্তঃ বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় বিমান প্রকৌশল প্রশিক্ষণ বিভাগ বনাম অস্ত্র, গোলাবারুদ এবং সাধারণ প্রকৌশল প্রশিক্ষণ বিভাগ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিমান প্রকৌশল প্রশিক্ষণ বিভাগ বিজয়ী হয় এবং এসি সাকিব, ইঞ্জিন ফিটার সেরা খেলোয়ার নির্বাচিত হয়। অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর অন্যান্য কর্মকর্তাগণ, জেসিও, অন্যান্য পদবীর বিমানসেনা, ট্রেড ট্রেনিং বেসিক প্রশিক্ষণার্থীবৃন্দ এবং ট্রেড ট্রেনিং এ্যাডভান্স প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩১ জুলাই ২০২২ তারিখ ট্রেড ট্রেনিং এ্যাডভান্স প্রশিক্ষণার্থীদের আন্তঃ বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা-২০২২ এর গ্রুপ পর্বের খেলা শুরু হয়ে ২৯ আগস্ট ২০২২ তারিখ গ্রুপ পর্বের খেলা সম্পন্ন হয়। এই পর্বে ৫টি বিভাগে মোট ১০ টি খেলা অনুষ্ঠিত হয়।

আন্তঃ বিভাগীয় চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা-২০২২ঃ ট্রেড ট্রেনিং বেসিক

News অদ্য ৩১ আগস্ট ২০২২ তারিখ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, বিমান প্রকৌশল প্রশিক্ষণ বিভাগ বনাম তথ্য প্রযুক্তি, যোগাযোগ এবং তড়িৎ প্রকৌশল প্রশিক্ষণ বিভাগ ও অস্ত্র, গোলাবারুদ এবং সাধারণ প্রকৌশল প্রশিক্ষণ বিভাগ-এর মধ্যে অনুষ্ঠিত হয়। বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর প্রশিক্ষণার্থীদের পাঠ্য বহির্ভূত কার্যক্রমের অংশ হিসেবে আন্তঃ বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিতর্কের বিষয় ছিল 'Technological advancement will be sufficient to overcome our dwindling resources’. গ্রুপ ক্যাপ্টেন মকবুল আহমেদ, বিইউপি, এএফডব্লিউসি, পিএসসি, বিভাগীয় প্রধান, তথ্য প্রযুক্তি, যোগাযোগ এবং তড়িৎ প্রকৌশল প্রশিক্ষণ বিভাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। এই পর্বে তথ্য প্রযুক্তি, যোগাযোগ এবং তড়িৎ প্রকৌশল প্রশিক্ষণ বিভাগ ও অস্ত্র, গোলাবারুদ, এবং সাধারণ প্রকৌশল প্রশিক্ষণ বিভাগ বিজয়ী হয় এবং এসি-২ সাফায়েত, আর্মামেন্ট ফিটার শ্রেষ্ঠ তার্কিক নির্বাচিত হয়। অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর অন্যান্য কর্মকর্তাগণ, জেসিও, অন্যান্য পদবীর বিমানসেনা এবং ট্রেড ট্রেনিং বেসিক প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তঃ বিভাগীয় চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা-২০২২ঃ ট্রেড ট্রেনিং বেসিক

News বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর ট্রেড ট্রেনিং বেসিক প্রশিক্ষণার্থীদের আন্তঃ বিভাগীয় চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা-২০২২ অদ্য ৩০ আগস্ট ২০২২ তারিখ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উইং কমান্ডার মুহাম্মদ আরমান উল্লাহ চৌধুরী, পিএসসি, বিভাগীয় প্রধান, সাধারণ প্রশাসনিক প্রশিক্ষণ বিভাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী বিভাগকে ট্রফি প্রদান করেন। বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর প্রশিক্ষণার্থীদের পাঠ্য বহির্ভূত কার্যক্রমের অংশ হিসেবে আন্তঃ বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় বিমান প্রকৌশল প্রশিক্ষণ বিভাগ বনাম অস্ত্র, গোলাবারুদ এবং সাধারণ প্রকৌশল প্রশিক্ষণ বিভাগ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অস্ত্র, গোলাবারুদ এবং সাধারণ প্রকৌশল প্রশিক্ষণ বিভাগ বিজয়ী হয় এবং এসি-২ ওসমান, আর্মামেন্ট ফিটার সেরা খেলোয়ার নির্বাচিত হয়। অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর অন্যান্য কর্মকর্তাগণ, জেসিও, অন্যান্য পদবীর বিমানসেনা, ট্রেড ট্রেনিং এ্যাডভান্স প্রশিক্ষণার্থীবৃন্দ এবং ট্রেড ট্রেনিং বেসিক প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২১ জুলাই ২০২২ তারিখ ট্রেড ট্রেনিং বেসিক প্রশিক্ষণার্থীদের আন্তঃ বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা-২০২২ এর গ্রুপ পর্বের খেলা শুরু হয়ে ২৮ জুলাই ২০২২ তারিখ গ্রুপ পর্বের খেলা সম্পন্ন হয়। এই পর্বে ৫টি বিভাগে মোট ১০ টি খেলা অনুষ্ঠিত হয়।

শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানঃ ২০২১-২০২২

News গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১২ সালে রাষ্ট্র ও সমাজে দুর্নীতি দমন ও শুদ্ধাচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমন্বিত উদ্যোগ হিসেবে ‍'সোনার বাংলা গড়ার প্রত্যয়' নামে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চার উৎসাহ প্রদানের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত ০৬ এপ্রিল ২০১৭ তারিখে ‍'শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭’ প্রণয়ন করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীও শুদ্ধাচার পুরস্কার প্রদান কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে। অদ্য ২৯ আগস্ট ২০২২ তারিখ শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২১-২০২২ বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এয়ার কমডোর মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি, কমান্ড্যান্ট, বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন। বিডি/৪৬০৩৯৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ হাসিব ইদ্রিস, এয়ারফ্রেম ফিটার এবং বিডি/৪৬২৭৭১ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আমিনুর রহমান, রেডিও ফিটার প্রধান অতিথির কাছ থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর অন্যান্য কর্মকর্তাগণ, জেসিও এবং অন্যান্য পদবীর বিমানসেনাবৃন্দ উপস্থিত ছিলেন।

১৪ নং বেসিক ইনসট্রাকটরস’ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

News বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান-এর ১৪ নং বেসিক ইনসট্রাকটরস’ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অদ্য ২৫ আগস্ট ২০২২ তারিখ বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এয়ার কমডোর মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি, কমান্ড্যান্ট, বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশিক্ষকদের শিক্ষাদানের দক্ষতা উন্নয়নের জন্য এই কোর্সটি পরিচালিত হয়েছে। বিভিন্ন ট্রেডের ১৫ জন প্রশিক্ষণার্থী উক্ত কোর্সে অংশগ্রহণ করেন। কোর্সে প্রথম স্থান অধিকার করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মফিজুল ইসলাম, ইএন্ডআই ফিটার। অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কর্মকর্তাগণ এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর আমন্ত্রিত কর্মকর্তাগণসহ কোর্সের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

২৯ নং জেসিওস’ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রতিবেদন

News বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর ২৯ নং জেসিওস’ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অদ্য ৩০ জুন ২০২২ তারিখ বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এয়ার ভাইস মার্শাল মুঃ কামরুল ইসলাম, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর জেসিওদের অপেক্ষাকৃত উচ্চস্তরের দায়িত্বভার অধিকতর সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে নেতৃত্ব ও ব্যবস্থাপনায় দক্ষ করে গড়ে তোলার জন্য এই কোর্সটি পরিচালিত হয়েছে। বিভিন্ন ট্রেডের ৪৪ জন প্রশিক্ষণার্থী উক্ত কোর্সে অংশগ্রহণ করেন। কোর্সে প্রথম স্থান অধিকার করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন, সাইফার এ্যাসিঃ। অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কমান্ড্যান্টসহ অন্যান্য কর্মকর্তাগণ এবং ঘাঁটি জহুরুল হক এর আমন্ত্রিত কর্মকর্তাগণসহ কোর্সের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

১৩ নং বেসিক ইনসট্রাকটরস্ কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান

News বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর ১৩ নং বেসিক ইনসট্রাকটরস্ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত ১৬ জুন ২০২২ তারিখ বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এয়ার কমডোর মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি, কমান্ড্যান্ট, বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বিমান বাহিনীর বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশিক্ষকদের শিক্ষাদানের দক্ষতা উন্নয়নের জন্য এই কোর্সটি পরিচালনা হয়েছে। বিভিন্ন ট্রেডের ২২ জন প্রশিক্ষণার্থী উক্ত কোর্সে অংশগ্রহণ করে এবং সকল প্রশিক্ষণার্থী কোর্সটি সফলভাবে সম্পন্ন করেন এবং উক্ত কোর্সে প্রথম স্থান অধিকার করেন মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ কুতুব উদ্দীন, রেডিও ফিটার । অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর অন্যান্য কর্মকর্তাগণ এবং ঘাঁটি জহুরুল হক এর আমন্ত্রিত কর্মকর্তাগণসহ কোর্সের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

৩৫৫ নং ব্যবস্থাপনা কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান

News বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর ৩৫৫ নং ব্যবস্থাপনা কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অদ্য ২৩ জুন ২০২২ তারিখ বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এয়ার কমডোর মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি, কমান্ড্যান্ট, বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বিমান বাহিনীর সার্জেন্ট পদমর্যাদার বিমানসেনাদের পেশাগত কাজে আরো দক্ষ ও সুশৃঙ্খল করে গড়ে তোলার জন্য এই কোর্সটি পরিচালনা হয়েছে। বিভিন্ন ট্রেডের ৯৭ জন প্রশিক্ষণার্থী উক্ত কোর্সে অংশগ্রহণ করে তার মধ্যে ৮৮ জন প্রশিক্ষণার্থী কোর্সটি সফলভাবে সম্পন্ন করেন এবং উক্ত কোর্সে প্রথম স্থান অধিকার করেন সার্জেন্ট জাকির হোসাইন, সেক এ্যাসিঃ (জিডি)। অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর অন্যান্য কর্মকর্তাগণ এবং ঘাঁটি জহুরুল হক এর আমন্ত্রিত কর্মকর্তাগণসহ কোর্সের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

৩৫৪ নং ব্যবস্থাপনা কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান

News বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর ৩৫৪ নং ব্যবস্থাপনা কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত ১৩ এপ্রিল ২০২২ তারিখ বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বিমান বাহিনীর সার্জেন্ট পদমর্যাদার বিমানসেনাদের পেশাগত কাজে দক্ষ ও আরও সুশৃঙ্খল করে গড়ে তোলার জন্য এই কোর্সটি পরিচালনা হয়েছে। বিভিন্ন টেকনিক্যাল ট্রেডের ১২২ জন প্রশিক্ষণার্থী কোর্সটি সফলভাবে সম্পন্ন করেন এবং উক্ত কোর্সে প্রথম স্থান অধিকার করেন সার্জেন্ট সৈকত মাহমুদ, আর্মামেন্ট ফিটার। অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কমান্ড্যান্টসহ অন্যান্য কর্মকর্তাগণ এবং ঘাঁটি জহুরুল হক এর আমন্ত্রিত কর্মকর্তাগণসহ কোর্সের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

১৩নং ট্রেড ট্রেনিং অ্যাডভান্স কোর্স এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

News বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিমান বাহিনীর ১৩নং ট্রেড ট্রেনিং অ্যাডভান্স কোর্স এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ১০ মার্চ ২০২২ তারিখ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর কুচকাওয়াজ ময়দানে অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণারেক্ষণ) এয়ার ভাইস মার্শাল সাদে উদ্দিন আহমেদ, বিএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে শ্রীলঙ্কান বিমান বাহিনীর ১২ জন, বাংলাদেশ নৌবাহিনীর ২৭ জন এবং বর্ডার গার্ড বাংলাদেশের ০৯ জন প্রশিক্ষণার্থীসহ মোট ৬৩৬ জন প্রশিক্ষণার্থী কোর্সটি সফলভাবে সম্পন্ন করেন। এ প্রশিক্ষণে প্রথম স্থান অধিকার করেন এসি-১ আব্দুর রহিম, এয়ারফ্রেম ফিটার। অনুষ্ঠানে কমান্ড্যান্ট বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং বিমান বাহিনী ও সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানসেনাগণ উপস্থিত ছিলেন।

Basic Instructors’ Course No 12

News No 12 Basic Instructors’ Course was held from 10 Oct 21 to 18 Nov 21 at Airmen Training Institute BAF. Air Commodore AFM Atiquzzaman, GUP,ndc, psc, Commandant Airmen Training Institute, was present as the chief guest in the Certificate Award Ceremony and distributed certificates among the course participants. Different topics of Educational Psychology, Instructional Techniques and Public Speaking are taught in the course. 30 trainees participated in this course, out of them 28 trainees successfully completed the course and awarded with certificate. Warrant Officer Gazi Md Azad Hossain, E&I Fitt stood first in the course. The aim of the course is to provide adequate knowledge regarding instructional technique to the airmen of BAF to enhance their ability to perform instructional duty confidently and fruitfully.

Management Course No 352

News No 352 Management Course was held from 05 Sep 21 to 30 Sep 21 at Airmen Training Institute BAF. Air Commodore AFM Atiquzzaman, GUP,ndc, psc, Commandant Airmen Training Institute, was present as the chief guest at the Certificate Award Ceremony and distributed certificates among the participants. 44 Sergeants of different trades participated and successfully completed the course. Sergeant Kamrul, Afr Fitt, stood first in the course. Sergeants’ are to undergo and pass the management course to become eligible for substantive promotion to the rank of Warrant Officer. The aim of this course is to make effective and efficient mid-level supervisor.

Junior Commissioned Officers’ Course No 28

News No 28 JCOs’ Course was held from 08 Aug 21 to 02 Sep 21 at Airmen Training Institute BAF. Air Vice Marshal Md Zahidur Rahman, BSP, GUP, nswc, psc, Air Officer Commanding BAF Base Zahurul Haque, was present as the chief guest in the Certificate Award Ceremony and distributed certificate among the participants. Commandant Airmen Training Institute, Air Commodore AFM Atiquzzaman, GUP, ndc, psc was also present in this occasion. 42 JCOs participated and successfully completed the course. Senior Warrant Officer M Mahmudul Haque, Flt Engg, stood first. The aim of the course is to provide leadership and management training for shouldering higher level of responsibilities to the JCOs of BAF.

Affirmation Parade of Trade Training Basic-14 held at ATI BAF

News On 14 Oct 2021, Affirmation Parade of Trade Training Basic-14 (TTB-14) Course has been successfully completed at Airmen Training Institute, BAF. TTB-14 Course started on 21 Jan 2021 and ended on 14 Oct 2021. Air Vice Marshal Md Zahidur Rahman, GUP, nswc, psc Air Officer Commanding BAF Base Zahurul Haque graced the occasion as Chief Guest. Commandant Airmen Training Institute Air Commodore Abul Fazal Muhammed Atiquzzaman, GUP, ndc, psc administered the affirmation of the trainees. A total of 638 trainees completed the course successfully, out of them 585 BAF trainees took the affirmation. This includes 40 female trainees for the first time in BAF. Besides BAF Airmen, 20 Trainees from Bangladesh Navy, 12 Trainees from Border Guard Bangladesh, and 08 BAF Civilian have successfully completed the said course.

26th JCO's course Completed

News The 26th JCO's course of Bangladesh Air Force was held from 23 May to 18 June 2021 at Airmen Training Institute (ATI). Commandant ATI BAF Air Commodore AFM Atiquzzaman, GUP, NDC, psc was present as the Chief Guest at the Closing Ceremony of the Course on 16th June 2021 and distributed certificates among the trainees. 44 JCOs participated in the course and successfully completed the course. Senior Warrant Officer Md. Zakaria, Flight Engineer took 1st place in this course.

Issuance of Recognition Certificate by Bangladesh Civil Aviation Authority to Bangladesh Air Force Training Institute

News Chittagong, 20 February 2021 - Bangladesh Air Force Training Institute was handed over the certificate of “CAAB ANO (AW) Part 147 Approved Maintenance Training and Examination Organization” by Bangladesh Civil Aviation Authority on Saturday (20-02-2021). The training was held at Patenga, Chittagong. Bangladesh Air Force Chief Air Chief Marshal Masihuzzaman Serniabat, BBP, OSP, NDU, psc were present as the chief guest on the occasion. Air Vice Marshal M Mofidur Rahman, Chairman, Bangladesh Civil Aviation Authority (CAAB), BBP, BSP, BUP, NDU, AFWC, psc handed over this recognition certificate. Receiving this certificate opened a new horizon for the efficient use of skilled manpower and resources in the maintenance and training system of the Bangladesh Air Force. At the same time the Air Force Training Institute is going to be one of the largest aviation training institutes in Asia which will also attract potential foreign trainees and open the door to new possibilities. In his speech, the chief guest expressed satisfaction over the achievement of the desired milestone of the Air Force Training Institute and thanked the Civil Aviation Authority for its sincere cooperation. He hoped that the recognition would make it easier for the skilled and experienced Air Force personnel of the Bangladesh Air Force to meet the growing manpower needs of the civil aviation industry in the future. He further said that these activities would further strengthen the military-civilian relationship with the civil aviation industry of Bangladesh by enhancing the friendship and support of the Bangladesh Air Force. Soon, the company will produce a large number of certified aircraft maintenance personnel who will directly engage in nation building through the aviation industry, resulting in economic prosperity, the Goals 2030, the Sustainable Development Goals and the goal of making Bangladesh a developed country by 2041. He called upon all to work tirelessly to make Bangladesh an important aviation hub by upgrading the institute to Education 4.0 soon. In his speech, the Chairman of Bangladesh Civil Aviation Authority (CAAB) congratulated the Air Force Training Institute for achieving the international standards of the Civil Aviation Authority despite being a military facility. He hoped that in future this charter would play a leading role in developing a self-reliant but growing aviation industry in Bangladesh by reducing its dependence on foreign aviation engineers. Senior officials of the Ministry of Civil Aviation and Tourism, Bangladesh Air Force, Army, Navy and Civil Aviation Authority were present on the occasion.